হিলিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১ | ৩:২২ অপরাহ্ণ

হিলিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
apps

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবীতে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

হাকিমপুর পৌর ছাত্রদলের আয়োজনে শনিবার(৪ ডিসেম্বর) সকাল ১১টায় হিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি হিলি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো একইস্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় হাকিমপুর থানা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পি, হাকিমপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, পৌর ছাত্র দলের আহবায়ক রেজোয়ান প্রধান রিমন, সদস্য সচিব সাখাওয়াত হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com