হিলিতে ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

শনিবার, ২১ আগস্ট ২০২১ | ১২:৪৬ অপরাহ্ণ

হিলিতে ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
apps

দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিশাপাড়া হিলফুল ফুজুল মাদ্রাসার ছাত্র মাশরাফি আনজুম ওরফে মুকিম (১০) নামের এক ছাত্রকে বলাৎকার করার অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক মমিনুল ইসলাম ওরফে সুজন (২৭)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত শিক্ষক উপজেলার চেংগ্রাম গ্রামের রফিকুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম ওরফে সুজন (২৭)।

শুক্রবার (২০ আগস্ট) রাত ১০ টায় অভিযুক্তকে মাদ্রাসার শিক্ষককে তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে। এর আগে মুকিম এর বাবা বাদী হয়ে হাকিমপুর থানায় মামলা দায়ের করেন।

বিয়ষটি নিশ্চিত করেন হাকিমপুর হিলি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।

তিনি জানান, গত ১৬ আগস্ট বিশাপাড়া হিলফুল ফুজুল মাদ্রাসার শিক্ষক দ্বারা ওই মাদ্রাসার ১০ বছর বয়সী ছাত্র মুকিম বলাৎকারের শিকার হয়। পরে সেই দিন রাত ১০ ঘটিকায় ছাত্রটির বাবা রোস্তম আলী বাদি হয়ে শিক্ষককের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। উক্ত ঘটনার সত্যতা থাকায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে শুক্রবার (২০ আগষ্ট) রাত ১০ টায় চেংগ্রাম নিজ বাড়ি থেকে আসামি মুমিনুল ইসলাম ওরফে সুজনকে গ্রেপ্তার করি।
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Development by: webnewsdesign.com