দিনাজপুরের হাকিমপুর, হিলিতে পুলিশ অভিযান চালিয়ে, চোরাই মটর সাইকেল সহ ২ জনকে আটক করেছে।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, জেলার বিরল উপজেলার তেতুলিয়া এলাকা হতে HERO HUNK 150 সিসি মটর সাইকেল চুরি হয়।
চুরি হওয়া মটর সাইকেল ওছিনতাই কারীদের ধরতে সোমবার (২৬ অক্টোবর) বৈকালে থানা পুলিশ উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালিয়ে চোরায় মটর সাইকেল সহ ছিনতাইকারী দুইজনকে আটক করতে সক্ষম হয়।
আটক কৃতরা হলেন দিনাজপুর সদর উপজেলার রামনগড় এলাকার সাইদুরের ছেলে আসাদ(২০) ও হাকিমপুর উপজেলার শালপুকুরিয়া গ্রামের এমদাদুল হকের ছেলে মটর সাইকেল ম্যাকার কবিরুল ইসলাম কবির(২৫)।
আটককৃত দের নামে মটর সাইকেল ছিনতাই এর অভিযোগে বিরল থানায় মামলা রুজু করা হয়েছে বলে, জানাই পুলিশ।
Development by: webnewsdesign.com