দিনাজপুরের হিলিতে পারিবারিক কলহের জের ধরে নাছরিন বেগম (২২) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনার পর হাসপাতালে মরদেহ রেখে পালিয়েছেন স্বামী সুজন হোসেন। তবে গৃহবধূর বাবা জাহিদুল ইসলামের দাবি তাকে হত্যা করে ঝুঁলিয়ে রাখা হয়েছে।
শনিবার (০১ মে) সকাল ৮টার দিকে উপজেলার বড়ডাঙ্গাপাড়া নামক গ্রামে এই ঘটনাটি ঘটে। তাদের এক বছর বয়সের একটি সন্তান রয়েছে।
হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. স্বপ্না রানী দত্ত জানান, আজ সকালে ওই গৃহবধূকে তার পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে। সেই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তবে গলায় একটি দাগ ছিলো। কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট আসলে সঠিক ভাবে জানা যাবে।
এবিষয়ে হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, শনিবার সকালে খবর পেয়ে হাসপাতাল থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি, স্বামীর সঙ্গে কোন বিষয় নিয়ে পারিবারিক কলহের জের ধরেই নিজ ঘরের বাঁশের সাথে গলায় ওড়না পেছিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বোঝা যাবে এটি হত্যা না কি আত্মহত্যা।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০১
Development by: webnewsdesign.com