দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশি অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ লিটন হোসেন (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২২ মে) দুপুরে হাকিমপুর থানা পুলিশ উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের পাউশগাড়া গ্রামে অভিযান চালিয়ে লিটন হোসেন(৩২) কে তার শয়ন কক্ষ থেকে মাদকদ্রব্য গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত আসামী উপজেলার পাউশগাড়া গ্রামের আজাদ আলীর ছেলে।বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খায়রুল বাসার জানান।
গোপন সংবাদে জানতে পারি যে, উপজেলার পাউশগাড়া গ্রামের লিটন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন থেকে মাদকদ্রব্য গাঁজার ব্যাবসা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে অদ্য দুপুরে আমার ওই গ্রামে পুলিশ অভিযান চালিয়ে আসামি লিটন এর শয়ন কক্ষ থেকে তিনশত গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়েছে।
আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।
Development by: webnewsdesign.com