বিএনপি নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থ হওয়ায় তার রোগ মুক্তি ও র্দীর্ঘায়ু কামনায় দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের থানা ও পৌর শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন ।
সোমবার (২২ নভেম্বর) দুপুরে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের উপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় করে দোয়া মাহফিলের আয়োজন করেন হাকিমপুর থানা ও পৌর স্বেচ্ছাসেবক দল। এছাড়াও সকল মসজিদে মসজিদে যোহরের নামাজ পরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় ছিলেন, হাকিমপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, হাকিমপুর থানা বিএনপি’র সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পি, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক নাজমুল হোক, পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রাজ, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের নেতা আলী হোসেন, আজিম মল্লিক টিটন, আব্দুল আল মামুন, আব্দুল রাজ্জাকসহ অনেকে উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com