প্রতিবছরের ন্যায়ে এবছরেও দিনাজপুরের হিলিতে খতমে বুখারী ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় হিলির ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া আল আজীজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসা চত্বরে এই দোয়া অনুষ্ঠিত হয়।
খতমে বুখারী অনুষ্ঠানে জামিয়া প্রধান মুহাম্মদ শামছুল হুদা খান,নাজিমে তালেমাত মওলানা মোঃ আবদুল ওয়াহাব সাহেব, ছাইখুল হাদিস মাওলানা মোঃ মহিউদ্দিন সাহেব,সাইখুল হাদিস মাওলানা মোঃ তওয়ুব সাহেব,উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, নির্বাহী অফিসার নুর-এ আলম, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামিম, পানামা পোর্ট গনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিকসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে দোয়া পরিচালনা করেন ঢাকা যাত্রাবাড়ী ফরিদাবাদ মাদ্রাসার শাহীখুল হাদীস জামিয়াতুল সিনিয়র মুহাদ্দিস, হযরত আল্লাম মাওলানা উবায়দুর রহমান খান নদভী (দঃবাঃ)।
Development by: webnewsdesign.com