হিলিতে কেজিতে ৪০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম

বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২ | ৩:০৪ অপরাহ্ণ

হিলিতে কেজিতে ৪০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম
apps

দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে কেজিতে ৪০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম। গতকাল বুধবার প্রতিকেজি কাঁচা মরিচ হিলি বাজারে ৮০ টাকা দরে বিক্রি হয়েছে সেই মরিচ আজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। আর দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা।

আজ বৃহস্পতিবার হিলি বাজার ঘুরে দেখা যায়, কাঁচামালের দোকান গুলোতে কমেছে কাঁচা মরিচের সরবরাহ। যার প্রভাবে বেড়েছে এসব মরিচের দাম। একদিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৪০ টাকা। আর এতে চরম বিপাকে নিম্ন আয়ের মানুষরা।
ক্রেতারা বলছেন,গতকাল বুধবার ৮০ টাকা কেজি কাঁচা মরিচ কিনে নিয়ে গেছি সেই মরিচ আজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। আমাদের জন্য চলা খুবই কষ্ট হচ্ছে।হিলি বাজারে কাঁচামাল বিক্রেতারা বলেন,বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। আর সরবরাহ কমার কারনে দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সরবরাহ বাড়লে দাম আবারো কমে আসবে। আজ আমরা খুচরা বাজারে ১২০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করছি।

 

Development by: webnewsdesign.com