হিলিতে এ্যাম্পলসহ একজন আটক

রবিবার, ২৫ এপ্রিল ২০২১ | ১:০৬ অপরাহ্ণ

হিলিতে এ্যাম্পলসহ একজন আটক
apps

দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে নেশা জাতীয় ইনঞ্জেকশন এ্যাম্পলসহ ওমর ফারুক (১৪) নামের এক কিশোরকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহীদ।

২৪ এপ্রিল শনিবার বিকেলে হাকিমপুর উপজেলার ছাতনী চারমাথা এলাকা থেকে এ্যাম্পলসহ তাকে আটক করা হয়। আটককৃত কিশোর উপজেলার বৈগ্রাম পশ্চিমপাড়া এলাকার মৃত আহাদ আলীর ছেলে।

হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, মাদকের একটি বড় চালান হিলি থেকে ঘোড়াঘাটে উদ্দ্যেশে রওনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার ছাতনী চারমাথা এলাকায় অটোভ্যান থামিয়ে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ১ হাজার ৫শ ৪০ পিচ এ্যাম্পল উদ্ধার করা হয়। সেই সাথে আটক করা হয় ওমর ফারুক নামের এক কিশোরকে।

আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকের মামলা দ্বায়ের পূর্বক দিনাজপুর আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হবে।

Development by: webnewsdesign.com