হিলিতে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রবিবার, ০৩ জুলাই ২০২২ | ৪:১৪ অপরাহ্ণ

হিলিতে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
apps

‘সময়ের সাথে আগামীর পথে’ এই স্লোগান কে সামনে রেখে দিনাজপুরের হিলিতে উৎসব মুখর পরিবেশে র্যালি, আলোচনা সভা, কেক কাটার মধ্যে দিয়ে এনটিভি ২০ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।রবিবার (৩ জুলাই) সকাল ১১ঃ৩০ মিনিটে বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের কার্যালয়ে এনটিভির হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ এর সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন উর রশিদ হারুন।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, হিলি আরনু জুট মিলের স্বত্বাধিকারী আলহাজ্ব শেখ শাফি, পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, মুক্তিযোদ্ধা শামসুল আলম, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা এনটিভির দীর্ঘ ২০ বছরের পথচলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে এনটিভির পথচলার উত্তরোত্তর উন্নতি কামনা করেন। সবশেষে সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন থেকে র্যালি বাহির হয়ে বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এসোসিয়েশনে এসে শেষ হয়।

Development by: webnewsdesign.com