হিলিতে ইলিয়াস হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

সোমবার, ১৬ আগস্ট ২০২১ | ৩:৫২ অপরাহ্ণ

হিলিতে ইলিয়াস হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
apps

দিনাজপুরের হিলিতে দুষ্টুমি করে রোহিঙ্গা নামে ডাকায় মাইক্রো চালক ইলিয়াস হোসেন (৩৪)কে পিটিয়ে হত্যা। হিলির আলোচিত এই হত্যা মামলার অভিযোগে ঘটনার ২৪ দিন পরে এজারভুক্ত পলাতক দুই জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (১৫ আগষ্ট) মধ্যরাতে পুলিশের সাড়াশি অভিযানে হাকিমপুর পৌর শহরের জালালপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা উপজেলার বৈগ্রাম এলাকার নজরুল ইসলামের ছেলে তৌফিক হাসান ওরফে সাফিন (৩১) এবং পৌর শহরের মধ্যবাসুদেবপুর এলাকার মসফিকুর রহনান (বকুল) এর ছেলে নাইমুর রহমান ওরফে লাবু (২৬)।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২২ জুলাই রোহিঙ্গা বলে ডাকায় ইলিয়াস নামের এক যুবককে হত্যার অভিযোগে হাকিমপুর থানায় মামলা করেন নিহতের পরিবার। এ মামলায় এজাহারভুক্ত দুই আসামি পলাতক ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার জালালপুর গ্রামে পুলিশের অভিযান চালিয়ে নাইমুর ও সাফিনকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখঃ হাকিমপুর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত মহাসিন আলীর ছেলে মাইক্রো চালক ইলিয়াস হোসেন প্রতিদিনের মতো বাড়ি থেকে মাইক্রো নিয়ে হিলি যাওয়ার পথে রাস্তায় বৈগ্রামের আকতারুজ্জামানকে ” দুষ্টামি করে রোহিঙ্গা নামে ডাকে ” এতে সে ক্ষিপ্ত হয় এবং বাড়িতে স্বজনদের বিষয়টি জানায়।

পরে গত ২২ জুলাই (বৃহস্পতিবার) ঈদের পরের দিন সন্ধ্যায় হিলি মাইক্রো স্ট্যান্ডে সংঘবদ্ধ কয়েকজন যুবক সাথে ইলিয়াসকে বেধড়ক পিটিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু অর্থাভাবে তাকে ঢাকায় নিতে পারেনি পরিবার।

পরে পার্শ্ববর্তী বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তার চিকিৎসা করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ জুলাই শনিবার সকালে তিনি মারা যান।

এ ঘটনায় ওই দিন দুপুরে নিহতের বড় ভাই সেকেন্দার আলী বাদী হয়ে ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। হাকিমপুর থানা মামলা নম্বর ১৬।

Development by: webnewsdesign.com