হিলিতে অভিনব কৌশলে ফেন্সিডিল পাচার কালে নারীসহ ৩ জনকে আটক

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০ | ৪:০৩ অপরাহ্ণ

হিলিতে অভিনব কৌশলে ফেন্সিডিল পাচার কালে নারীসহ ৩ জনকে আটক
apps

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে লোহার পাইপের ভিতর করে অভিনব কৌশলে ফেন্সিডিল পাচার কালে ৩ জনকে আটক করেছে পুলিশ।

হাকিমপুর থানা সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এস আই বেলাল ও পুলিশের একটি টীম গতকাল রাতে থানার মধ্যবাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ২ জন মেয়ে ও ১জন ছেলে ফেন্সিডিল পাচার কারীকে আটক করে। এসময় তাদের নিকট থেকে পাওয়া ৪টি লোহার পাইপের ভিতর করে অভিনব কৌশলে রাখা, ৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক কৃতরা হলেন হাকিমপুর থানার মধ‍্যবাসুদেবপুর চুড়িপট্টি এলাকার রানা হোসেনের স্ত্রী ছাবিনা ইয়াছমিন(২৬), ও পার্শ্ববর্তী জয়পুর হাট জেলার পাঁচবিবি থানার তাঁতীপাড়া গ্রামের রিপনের স্ত্রী মুক্তা বানু(২৯), এবং পার্শ্ববর্তী বিরামপুর থানার দেবীপুর ধনখুন্জা গ্রামের ইসমাইল হোসেনের পুত্র টগর হোসেন( ৩২)। আসামীদের নামে মাদক আইনে মামলা দায়ের পুর্বক আজ দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Development by: webnewsdesign.com