হিরো আলমের ‘বাবা তোমার দরবারে সব পাগলের খেলা’

সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০২১ | ৬:২৬ অপরাহ্ণ

হিরো আলমের ‘বাবা তোমার দরবারে সব পাগলের খেলা’
apps

মডেল, নায়ক পরিচয় ছাড়িয়ে হিরো আলম এখন পুরো দস্তুর গায়ক। একের পর এক গান প্রকাশ করে যাচ্ছেন তিনি। গানের জন্য বরাবরের মতো সমালোচিত হলেও হিরো আলম সেসব সমালোচনাকে পাত্তা দিতে রাজি নন। তার বক্তব্য, শ্রোতারা ইচ্ছে হলে শুনবেন। তিনি তো আর জোরাজুরি করছেন না। তিনি বিনোদন দিতে এসেছেন।

হিরো আলমের এই বিনোদন দেওয়ার প্রচেষ্টায় যোগ হলো আরও একটি গান। গানের শিরোনাম ‘বাবা তোমার দরবারে সব পাগলের খেলা’। আজ সোমবার হিরো আলমের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।

Development by: webnewsdesign.com