সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেছেন, হালালভাবে ব্যবসা চালানো ইবাদতের সমতুল্য। ক্রেতাদের উন্নত সেবা প্রদান করে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলে ব্যবসায় লাভবান হওয়া সম্ভব। সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করে ব্যবসায়ীরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন। তিনি আল মাজার রেস্টুরেন্টের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানা এলাকায় আল-মারজান রেস্টুরেন্টের উদ্বোধনকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আল-মারজান রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী মো. মোস্তাফিজুর রহমান ফয়েজ, মিলন, আনাস, সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব দেলোয়ার তালুকদার, ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন ইমু, ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাকারিয়া হোসেন সাকির প্রমুখ। সামগ্রীক সহযোগিতায় ছিলেন লালন মিয়া।
Development by: webnewsdesign.com