হানাদারমুক্ত দিবসে বরগুনা পৌর মেয়রের ব্যতিক্রমী উদ্যোগ পৌর এলাকায় ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১ | ১২:১৯ অপরাহ্ণ

হানাদারমুক্ত দিবসে বরগুনা পৌর মেয়রের ব্যতিক্রমী উদ্যোগ পৌর এলাকায় ফ্রি অ্যাম্বুলেন্স সেবা
apps

১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণে ৩ ডিসেম্বর হানাদার মুক্ত হয় বরগুনা। এই দিনকে স্মরণীয় রাখতে বরগুনা পৌর মেয়র এ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ পৌর নাগরিকদের জন্য ফ্রী এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করছে।

শুক্রবার (০৩ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু কমপ্লেক্স চত্বরে বরগুনা জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ গৌরবময় দিনটির স্মরণে রোগীদের সংকটময় সময়ে অ্যাম্বুলেন্সে ২৪ ঘণ্টা ফ্রী সার্ভিস দেওয়ার সিন্ধান্ত গ্রহণ করেছে।

নতুন এই এ্যাম্বুলেন্সে রয়েছে অত্যাধুনিক সব ফিচার। এখন থেকে শুধুমাত্র বরগুনা পৌর এলাকার নাগরিকরা বিনামূল্যে ২৪ ঘণ্টা এ্যাম্বুলেন্স সার্ভিস সেবা নিতে পারবে। সার্ভিস নেওয়ার জন্য ০১৭২০৬৬৬৬৯১ এই মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। এতে যেমন সময় সাশ্রয় হবে তেমনি আর্থিকভাবে অস্বচ্ছল নাগরিকরাও পাবেন তাদের কাঙ্ক্ষিত সেবা।

অনুষ্ঠানে উপস্থিত নাগরিকরা বলেন, এটি আমাদের দীর্ঘদিনের দাবি ছিলো। অবশেষে নগরবাসীর স্বপ্ন পূরন হলো। আগে কেউ অসুস্থ হয়ে পরলে এদিক সেদিক ফোন করতে হতো, আবার কোন কোন সময় বিভিন্ন অজুহাতে এ্যাম্বুলেন্সের কয়েকগুণ বেশী ভাড়া হাকা হত। এখন আর আমাদের ভোগান্তি পোহাতে হবেনা।

বরগুনা পৌরসভার মেয়র এ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ বলেন, বিনামূল্যে এ্যাম্বুলেন্স পরিষেবা ছিলো আমার নির্বাচনী অঙ্গিকার। সম্মানিত পৌরবাসীর দোয়ায় আজ অঙ্গীকার পূরন করতে পেরেছি। এখানের কেন নাগরিক বিনা চিকিৎসায় আর কষ্ট পাবেনা। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর, সামাজিক সংগঠনের সদস্যসহ সাধারণ নাগরিকরা।

Development by: webnewsdesign.com