চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের সামনে খাস জমিসহ সরকারি শিশু পরিবারের দখল হয়ে যাওয়া প্রায় চার শতক জমি উদ্ধার করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ।
ইউএনও রুহুল আমিন বলেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি ছয়টি টিনশেড ও দুটি পাকা দোকান নির্মাণ করে সরকারি খাস জমি ও শিশু পরিবারের প্রায় চার শতক সরকারি জমি অবৈধ ভোগ দখল করে আসছিল। অভিযান চালিয়ে জায়গাগুলো দখলমুক্ত করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
Development by: webnewsdesign.com