হাকিমপুর মহিলা কলেজে নতুন ভবনের উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠান

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ | ৬:৩৭ অপরাহ্ণ

হাকিমপুর মহিলা কলেজে নতুন ভবনের উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠান
apps

দিনাজপুরের হাকিমপুর হিলিতে এইচএসসি ও অর্নাস ৪র্থ বর্ষ পরীক্ষার্থীদের বিদায়, নবাগত ছাত্রীদের বরণ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার এবং নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার(৩০ নভেম্বর) দুপুরে উপজেলার হাকিমপুর মহিলা কলেজের আয়োজনে এই বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা অনুষ্ঠানে কলেজের গভণিংবডির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।

এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার শামীম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাপ মল্লিক, স্হানীয় কাউন্সিলর শামীম সরদারসহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে বিদায় ছাত্রীদের মাঝে পরীক্ষার উপকরণ ও বরণকৃত ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। মহিলা কলেজের নতুন ভবনের উদ্বোধন এবং পরে একই মঞ্চে মহিলা কলেজের ছাত্রীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Development by: webnewsdesign.com