দিনাজপুরের হিলিতে কুরআন তেলওয়াত,আযান প্রতিযোগিতা ও খাদ্য সামগ্রী বিতরণের মধ্যে দিয়ে হাকিমপুর ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে।
আজ শনিবার বিকালেে উপজেলার মংলা হাফেজিয়া মাদ্রাসা হলরুমে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় হাকিমপুর ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলার চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন,হাকিমপুর উপজেলার স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তৌহিদ, খট্টামাধবপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল,ডিমল্যান্ড স্কুলের প্রধান শিক্ষক ওবায়দুল সহ আরো অনেকে।
এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে সুনামের সহিত সমাজের বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে।
Development by: webnewsdesign.com