তৃতীয় ধাপে অনুষ্ঠিত দিনাজপুরের হিলি-হাকিমপুর পৌরসভা নির্বাচনে উৎসব মুখর পরিবেশে এবং শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহণ শেষ, এখন চলছে গণনা।
শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয়ে সুষ্ঠ শান্তিপূর্ন ও উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে ১২টি কেন্দ্রে কোন সহিংসতা অপ্রতিকর ঘটনা ছাড়ায় ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শেষ হয়। অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কামরুল হাসান হাকিমপুর পৌর সভার ১২ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ন চিহ্নিত করেছিলেন। কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চখে পড়ার মতো।
সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিলো স্বতঃস্ফূর্ত। এখন শুরু হয়েছে ভোট গণনার কার্যক্রম কিছুক্ষণ পর জানা যাবে কে হচ্ছেন আগামী ৫বছরের জন্য হাকিমপুর পৌরবাসীর পৌর পিতা।
Development by: webnewsdesign.com