হাকিমপুর পৌরসভার উদ্যোগে মশা নিধন অভিযান অব্যাহত

মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১ | ৭:১২ অপরাহ্ণ

হাকিমপুর পৌরসভার উদ্যোগে মশা নিধন অভিযান অব্যাহত
apps

ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হাকিমপুর হিলি পৌরসভার উদ্যোগে মশক নিধন অভিযান ও ঔষধ স্প্রে কার্যক্রম শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে পৌরসভার মধ্যবাসুদেবপুর, রেলস্টেশন এলাকা থেকে মশা নিধনের ওষুধ স্প্রে শুরু করা হয়।

পৌর ৯ টি ওয়ার্ডে মশক নিধনের ওষুধ স্প্রে করা হবে। এ সময় পৌর এলাকার প্রতিটি পাড়া মহল্লায় এ ওষুধ স্প্রে করা হবে বলে জানান পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। তিনি বলেন, কোনভাবেই যাতে এডিস মশা পৌর এলাকায় বংশ বিস্তার করতে না পারে সে লক্ষে আমাদের সজাগ থাকতে হবে। এছাড়াও প্রতিটি পাড়া মহল্লায় বাড়ির আঙ্গিনা পরিষ্কারের জন্য সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Development by: webnewsdesign.com