হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ এক শুভেচ্ছা বার্তায় বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে ধর্মীয় উৎসব দুর্গাপূজা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত করুক।
সনাতন ধর্মাবলম্বীদের ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে।
“তিনি সকলের সুখ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। ” মাস্ক ব্যবহার নিশ্চিত করি, নিজে সুস্থ থাকি এবং পরিবারের সদস্যদের সুস্থ রাখি।
Development by: webnewsdesign.com