দিনাজপুরের হাকিমপুরে ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে রংপুর বিভাগীয় প্রশাসন পরিবার অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।
রংপুর বিভাগীয় কমিশার মো. তারিকুল ইসলামের সহধর্মিনী ও সংগঠনটির সভাপতি লাবনী ইসলাম প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, প্রথমিক ও গণশিক্ষা সচিব ফসিউল্লাহর সহধর্মিনী সাজেদা আক্তার, রংপুর এডিশনাল কমিশনার (রাজস্ব) মাসুদ রানার সহধর্মিনী মোছা. তহুরা আক্তার, রংপুর রিজিওনাল প্রজেক্ট ডিরেক্টর গুচ্ছগ্রাম (আরপিডি) আবু হুরাইরার সহধর্মিনী কোহিনুর হুরাইরা, দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলমের সহধর্মিনী ফারহানা সুলতানা, রংপুর জেলা প্রশাসক আসিফ আহসানের সহধর্মিনী নাজিরা বানু, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফরের সহধর্মীনি সাফিয়া সুলতানা, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল কবিরের সহধর্মিনী জান্নাতুল ফেরদৌস, দিনাজপুর জেলা পরিষদের সিইও মান্নাফ কবিরের সহধর্মিনী আরেফিন আক্তার, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউল আলমের সহধর্মিনী মোছা. জান্নাতুল ফেরদৌস।
Development by: webnewsdesign.com