হাকিমপুরে স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতি পালন

শনিবার, ২৮ নভেম্বর ২০২০ | ৭:১৬ অপরাহ্ণ

হাকিমপুরে স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতি পালন
apps

সারাদেশের ন্যায় বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কর্মসূচির অংশ হিসাবে হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে নিয়োগবিধি সংশোধনসহ বেতন আপগ্রেডেশনের দাবিতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিরা কর্মবিরতি পালন করছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকেই হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচী পালন করা হয়। কর্মবিরতি পালনকালে স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুল আলম বলেন,নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিদের বেতনগ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩ তম গ্রেডে উন্নীতকরণ করার দাবি না মেনে নেওয়া পর্যন্ত এই কর্মসূচী অব্যাহত থাকবে।

Development by: webnewsdesign.com