দিনাজপুরের হাকিমপুরে প্রাথমিক/ মাধ্যমিক বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিদের নিয়ে বিদ্যালয় পরিচালনা নীতিমালা ও বিধিবিধান সংক্রান্ত একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প স্থানীয় বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী ( জাইকা) উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিনের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ।
প্রশিক্ষন প্রদান করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুনুর রশিদ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রশিক্ষক বদরুল মিল্লাত ও জাইকার উপজেলা সমন্বয়কারী খাইরুজামান ।
প্রশিক্ষনে স্কুল পরিচালনা নীতি, বিধি বিধান, প্রধান শিক্ষক ও স্কুলের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব দিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় ১০৫ জন অংশগ্রহন করেন।
Development by: webnewsdesign.com