বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মধ্য রাত থেকে শেষ হচ্ছে তৃতীয় ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা। শেষ দিনে পথসভা ও স্লোগান আর মিছিলে মিছিলে মুখরিত ছিলো হাকিমপুর পৌর এলাকা।
শেষ দিনে প্রচারণায় বাংলাহিলি এলএসডি গোড়াউন মোড়ে বৃহস্পতিবার বিকেলে এক পথ সভায় কান্না জড়িত কন্ঠে সাধারণ ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চাইলেন আওয়ামীলীগের মনোনীত ও নৌকা মার্কার প্রার্থী বর্তমান মেয়র জামিল হোসেন চলন্ত।
এসময় ভোটারদের কাছে বিগত সময়ের ভুল ত্রুটি ও ক্ষমা প্রার্থনা করে আবারো ভোট কামনা করেন তিনি। পথসভা শেষে পৌর এলাকায় বেশ বড়সর একটি মিছিল বের করে।
এসময় দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, বিরামপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র আক্কাস আলী, সাবেক মেয়র কামাল হোসেন রাজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তৌহিদসহ অনেকে উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com