হাকিমপুরে উকি দিচ্ছে লাল টিনের ছাউনি দৃশ্যমাণ হয়েছে ভূমিহীনদের স্বপ্নের ঘর

বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ | ২:১৪ অপরাহ্ণ

হাকিমপুরে উকি দিচ্ছে লাল টিনের ছাউনি দৃশ্যমাণ হয়েছে ভূমিহীনদের স্বপ্নের ঘর
apps

আশ্রায়নের অধিকার শেখ হাসিনার উপহার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশ্রায়ন-২ প্রকল্প এর আওতায় দেশের উত্তরের জেলা দিনাজপুরের সর্ব দক্ষিণে সীমান্ত ঘেঁষা হাকিমপুর উপজেলায় তিনটি ইউনিয়নে গৃহ ও ভূমিহীনদের জন্য নির্মাণ করা হচ্ছে ঘর। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওয়তায় ১৪৫ ভূমিহীন পরিবারের মাঝে দেয়া হবে ঘরগুলো।

এরই মধ্যে দৃশ্যমাণ হয়েছে নির্মাণাধীন ঘরগুলো। উকি দিচ্ছে লাল টিনের ছাউনি, স্বপ্ন দেখচ্ছে ভূমিহীন পরিবারের সদস্যরা। কখন উঠবে তাদের স্বপ্নের বাড়িতে। তাদের চোখে মুখে ফুটে উঠেছে আনন্দের ছাঁপ। ফাঁকা জায়গায় মনোরম পরিবেশে লাল টিনের ছাউনিতে দৃশ্যমান ঘরগুলো দেখতে বেশ সুন্দর লাগছে।

সরেজমিন দেখা যায়, উপজেলার খট্টামাধবপাড়া, আলীহাট ও বোয়ালদাড় ইউনিয়নে ১৪৫টি ঘর নির্মাণ কাজ চলছে। ঘরগুলোর কাজ প্রায় শেষের দিকে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ঘরগুলো ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হবে।

হাকিমপুর উপজেলার ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কাওছার আলী বলেন, মাঠপর্যায়ে উপজেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়নাধীন এসব ঘর করছে। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ দেয়া হয়েছে এক লাখ ৭৫ হাজার টাকা। এটাকায় ২০ ফুট বাই ২২ ফুট প্রস্থের দুটি কক্ষ, একটি রান্না ঘর ও একটি টলেটসহ সামনে খোলা বারান্দা তৈরি করা হচ্ছে।

ইউএনও মোহাম্মদ নুর এ আলম জানান, উপজেলায় মোট ১৪৫ টি গৃহ নির্মাণ করা হচ্ছে। কাজ প্রায় শেষের দিকে। ইতিমধ্যে ৯০ভাগ কাজ শেষ। আগামী ২৩ জানুয়ারি মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ঘরগুলো গৃহহীনদের মাঝে হস্তান্তর করবেন।

Development by: webnewsdesign.com