হাকিমপুরে আদিবাসীদের অধিকার নিয়ে আলোচনা সভা

মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ | ৩:৩৩ অপরাহ্ণ

হাকিমপুরে আদিবাসীদের অধিকার নিয়ে আলোচনা সভা
apps

সমাজের পিছিয়ে পড়া আদিবাসীদের অধিকার (জাতীয় ও আন্তজাতিক) ভাবে আদায়ের লক্ষে দিনাজপুরের হাকিমপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সোমবার(১৪/১২/২০২১) দুপুরে হাকিমপুর প্রেসক্লাবে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসুচীর আয়োজনে সাংবাদিক ও আদিবাসি নেতৃবৃন্দদের অংশগ্রহনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সিনিয়র জেলা ব্যবস্থাাপক নির্মল কেটকার এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কর্মসূচী ব্যবস্থাাপক আজমল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আইডিপি কর্মসূচী ব্যবস্থাাপক আলবেরিকুশ খালকো, এ্যডভোকেট বিনয় টপ্য, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজুর রহমান মিলন, সাধারণ সাম্পাদক মুরাদ ইমাম কবির, সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ, রমেন বসাক, প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা আদিবাসীদের অধিকার আদায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে এক সাথে কাজ করার কথা বলেন।

Development by: webnewsdesign.com