হরিনাকুণ্ডুতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০ | ৬:৪৩ অপরাহ্ণ

হরিনাকুণ্ডুতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
apps

ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু উপজেলার কুল্লগাছা ভাতুড়িয়া গ্রামে তৌফিক নামে ১৮ মাসের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে বাড়ির পিছনের গর্তে পড়ে শিশুটির মৃত্যু হয়। শিশুটি একই গ্রামের লিটন মিয়ার ছেলে।

স্বজনদের নিকট থেকে জানা যায়, শিশুটির মা রান্না ঘরে ভাত রান্না করছিল। এসময় পাশেই শিশুটি খেলছিল। কিছুক্ষণ পরে শিশুটিকে না দেখতে পেয়ে আশে পাশে খোঁজাখুঁজি করতে থাকলে একসময় বাড়ির পাশের গর্তে শিশুটিকে ভাসতে দেখা যায়। এসময় শিশুটিকে উপরে তুলে অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেনি।

হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ রহিম উদ্দীন মোল্লা পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Development by: webnewsdesign.com