২০২০ সালে অন্য সবকিছুর মতো থমকে গিয়েছিল বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি হলিউড। ক্ষতি পুষিয়ে উঠতে প্রস্তুতিও নিয়েছে এ বছর। ‘দ্য রক’খ্যাত অভিনেতা ডোয়ায়েন জনসনের দুটি ছবি এ বছর হলিউড কাঁপাবে- এমনটিই মনে করছেন চলচ্চিত্রবোদ্ধারা। এগুলোর প্রথমটি মুক্তি পাবে ৩০ জুলাই।
এর মধ্যে অ্যাডভেঞ্চারধর্মী ‘জাঙ্গল ক্রুইজ’ শিরোনামের একটি ছবির পরিচালক জাওমি কলেট। এ ছবিতে ডোয়ায়েনের সঙ্গে জুটি হিসেবে থাকছেন এমিলি ব্লান্ট। দ্বিতীয় ছবিটির নাম ‘ব্ল্যাক অ্যাডাম’। এর পরিচালকও জাওমি। ছবিতে অ্যান্টি হিরো চরিত্রে দেখা যাবে ডোয়াইনকে। সঙ্গে রয়েছেন অভিনেত্রী সারাহ শাহি। এটি মুক্তি পাবে ২৩ ডিসেম্বর। এ গেল বছরের মাঝামাঝি থেকে শেষের হিসাব। কারণ বছরের শুরুটা কিন্তু সেই আগের মতোই। করোনার ভয়।
তারপরও জাস্টিন লিন পরিচালিত অ্যাকশনধর্মী ছবি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর নবম কিস্তি ২৮ মে মুক্তির দিন ধার্য করা হয়েছে। এ ছবিতে অভিনয় করেছেন মিশেল রডরিগেজ, জন সিনা ও চার্লিজ থেরন প্রমুখ। মার্শাল আর্ট ও ফ্যান্টাসি অ্যাকশন ছবি ‘মর্টাল কমব্যাট’ মুক্তি পাবে ১৬ এপ্রিল। এর পরিচালক সাইমন ম্যাককোয়ায়েড। এতে অভিনয় করেছেন লুডি লিন ও জেসিকা ম্যাকনামি প্রমুখ। বছরের মাঝামাঝি টম ক্রুজ নিয়ে আসছেন ধামাকা। তার অভিনীত ‘টপ গান : মেভেরিক’ মুক্তি পাবে ২ জুলাই। নায়িকা হিসেবে রয়েছেন জেনিফার লিন কনেলি। ছবিটি পরিচালনা করেছেন যোসেফ কোসিনস্কি।
গাল গাতদ ও টম বেইটম্যান অভিনীত থ্রিলার ছবি ‘ডেথ অব দ্য নাইল’-এর মুক্তি দেওয়ার কথা ১৭ সেপ্টেম্বর। স্কারলেট জোহানসন, ডেভিড হারবার ও র্যাচেল ওয়েইজ অভিনীত ছবি ‘ব্ল্যাক উইডো’ মুক্তি পাবে ৭ মে। সায়েন্স ফিকশন ছবি ‘ইনফিনিট’ মুক্তি পাবে ২১ মে। এ ছবিতে অভিনয় করেছেন মার্ক ওয়ালবার্গ, ডিলান ও’ব্রায়েন ও সোফি কুকসন প্রমুখ। জুডি গ্রিয়ার ও কাইলি রিচার্ডস প্রমুখ অভিনীত হররধর্মী ‘হলোয়িন কিলস’ মুক্তি পাচ্ছে ১৫ অক্টোবর।
দৈত্যদানবনির্ভর অ্যাকশন-থ্রিলার ছবি ‘গডজিলা ভার্সেস কঙ’ মুক্তি পাবে ২১ মে। এতে অভিনয় করেছেন আলেকজান্ডার কার্সগার্ড, মিলি ববি ব্রাউন ও রেবেকা হল প্রমুখ।
অতিপ্রাকৃত গল্প নিয়ে নির্মিত কমেডি ড্রামা ছবি ‘গোস্টবাস্টার্স : আফটারলাইফ’ মুক্তি পাবে ১১ জুন। এ ছবিতে অভিনয় করেছেন ক্যারি কুন ও পল রুড প্রমুখ। ঐতিহাসিক, গুপ্তচরবৃত্তি, অ্যাকশন ও কমেডি গল্প নিয়ে নির্মিত হয়েছে ম্যাথিউ ভন পরিচালিত ছবি ‘দ্য কিংস ম্যান’। ১২ মার্চ মুক্তি প্রতীক্ষিত এ ছবিতে অভিনয় করেছেন রাল্ফ ফিয়েন্স ও জেমা আর্টারটন প্রমুখ। আরেকটি হরর ছবি ‘স্পাইরাল’ মুক্তি পাবে ২০ মে।
ডারেন লিন বন্সম্যান পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন ক্রিস রক ও মেরিসোল নিকোলস প্রমুখ। জেম্স বন্ডের ওপর ভিত্তি করে নির্মিত ছবি ‘নো টাইম টু ডাই’-এর প্রধান আকর্ষণ অভিনেতা ডেনিয়েল ক্রেইগ। কেরি কোজি ফুকুনাগা পরিচালিত এ ছবি মুক্তি পাচ্ছে ২ এপ্রিল। অতিমানবীয় গুণসম্পন্ন চরিত্র নিয়ে তৈরি ছবি ‘দ্য সুইসাইড স্কোয়াড’-এর পরিচালক জেম্স গান। ৬ আগস্ট মুক্তি প্রতীক্ষিত এ ছবিতে অভিনয় করেছেন মার্গট রবি, ইদ্রিস অ্যালবা ও জন সিনা প্রমুখ।
Development by: webnewsdesign.com