হবিগঞ্জের আজমিরী গঞ্জে বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশীর হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উপজেলা ছাত্রলীগ সভাপতি মিলোয়ার হোসেনকে আটক করেছে। শনিবার দুপুরে আজমিরীগঞ্জ পৌরসভার গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লুৎফুর রহমান (৫০) গোপালনগর গ্রামের মৃত আব্দুল করিম মুন্সীর ছেলে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, মখলিছ মিয়া শনিবার দুপুরে বাড়ির সীমানায় বেড়া দিচ্ছিলেন। এ সময় তার প্রতিবেশী লুৎফুর রহমান বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।
এক পর্যায়ে মখলিছ মিয়ার ছেলে মাসুম মিয়া উত্তেজিত হয়ে হামলা করলে লুৎফুর রহমান গুরুতর আহত হন। তাৎণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মখলিছ মিয়ার চাচাতো ভাই উপজেলা ছাত্রলীগ সভাপতি মিলোয়ার হোসেনকে (২৫) আটক করে।
Development by: webnewsdesign.com