হবিগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

শুক্রবার, ০৫ ফেব্রুয়ারি ২০২১ | ৪:০৪ অপরাহ্ণ

হবিগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
apps

সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবলে জমিতে পানি সেচের বিরোধ কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জামাল মিয়া (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে। জামাল মিয়া ওই গ্রামের গেদু মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধানের জমিতে পানি সেচ দেওয়া নিয়ে একই গ্রামের সজলু, মুকিত ও মুহিতের সঙ্গে জামাল মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ জমি থেকে বাড়ি ফেরার পথে জামালকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা।

তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাহুবল, পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাহুবল মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা সাইদুর নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Development by: webnewsdesign.com