হবিগঞ্জে পুলিশের হাতে ইয়াবাসহ দুই নারী আটক

মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ | ৮:৫৫ অপরাহ্ণ

হবিগঞ্জে পুলিশের হাতে ইয়াবাসহ দুই নারী আটক
apps

হবিগঞ্জের মাধবপুরে এক হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪-নভেম্বর) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলপুর এলাকায় সন্দেহভাজন দুই নারীকে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে লাল স্কচটেপ ও পলিথিনে মোড়ানো এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্লাহ বলেন, আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Development by: webnewsdesign.com