হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. তাজুল ইসলাম (৪০), মো. নান্নু মিয়া (৫০), ৩। মোঃ স্বপন মিয়া (৩০)।
গত মঙ্গলবার দিবাগত রাতে র্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি দল অভিযান চালিয়ে ১১নম্বর ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলীপুর এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে। এসময় মাদক বিক্রির ২২ হাজার ৩৬৪ টাকা ও মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৮
Development by: webnewsdesign.com