হবিগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ | ৪:২৬ অপরাহ্ণ

হবিগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
apps

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. তাজুল ইসলাম (৪০), মো. নান্নু মিয়া (৫০), ৩। মোঃ স্বপন মিয়া (৩০)।

গত মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি দল অভিযান চালিয়ে ১১নম্বর ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলীপুর এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে। এসময় মাদক বিক্রির ২২ হাজার ৩৬৪ টাকা ও মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৮

Development by: webnewsdesign.com