হবিগঞ্জের লাখাইয়ে কালভার্ট যেন মরণফাঁদ

মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২ | ১২:৫২ অপরাহ্ণ

হবিগঞ্জের লাখাইয়ে কালভার্ট যেন মরণফাঁদ
apps

হবিগঞ্জের লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের ডিসি সড়কের লাখাই বাজার সংলগ্ন কালভার্টটি ভেঙ্গে গর্ত সৃষ্টি হওয়ায় যান চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। রাতে পায়ে হেঁটে চলা দূর্বিষহ হয়ে উঠেছে এলাকাবাসীর জন্য এটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। কালভার্টটি ভেঙ্গে যাওয়ায় রাতে মানুষ চলাচলের সময় ইতিমধ্যে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, লাখাই-বামৈ ডিসি সড়কের লাখাই বাজার সংলগ্ন কালভার্টটি ধসে রাস্তায় এই গর্তের সৃষ্টি হয়। রাস্তা ভেঙ্গে শুধু রডগুলো দৃশ্যমান হয়ে রয়েছে ফলে ঘটতে পারে প্রানহানির মতো ঘটনা। উপজেলার ১নং ইউনিয়নের একাধিক গ্রামের মানুষের উপজেলা শহরে যাতায়াতের রাস্তা এটি। উপজেলার বিভিন্ন গ্রামের লোকদের বাজারে প্রবেশের রাস্তা ও এটি। লাখাই বাজারে অবস্থিত খাদ্যগুদামে প্রবেশের একমাত্র রাস্তা হওয়ায় মালামাল গুদামে এসে পৌঁছাতে পারছেনা বলে জানিয়েছেন লাখাই খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার সরকার স্বজন।

গ্রামের বাসিন্দা আফাই মিয়া জানান, গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) থেকে মালবাহী ট্রাক বাজারে প্রবেশকালে কালভার্টটি ধসে রাস্তায় বিরাট গর্ত সৃষ্টি হয়। এরপর থেকে বাজারে মালবাহী যান চলাচল বন্ধ হওয়ায় মালামাল আনা নেওয়া করতে ঝক্কিঝামেলা পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের স্থানীয় বাসিন্দা সাংবাদিক জাহাঙ্গীর আলম জানান, গত কয়েকদিন যাবত রাতে বাজারে আসা যাওয়ার পথে অনেকেই দূর্ঘটনায় পতিত হয়েছেন অচিরেই কালভার্টটি মেরামতের জন্য হবিগঞ্জ-৩ আসনের সাংসদ এডভোকেট মোঃ আবু জাহিরের দৃষ্টি আকর্ষন করেন এলাকাবাসী। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে যোগাযোগ করা যায়নি।

Development by: webnewsdesign.com