হবিগঞ্জের চুনারুঘাটের ফাটাবিল এলাকা থেকে একটি মায়া হরিণ উদ্ধার করা হয়েছে। গ্রামবাসী জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কিছু লোক হরিণটিকে তাড়া করে গ্রামে নিয়ে আসে।
এ সময় হরিণটি গ্রামের মসজিদের পুকুরের পড়ে যায়। পুকুর থেকে কয়েকজন যুবক হরিণটি উদ্ধার করেন।কিন্তু গ্রামের কয়েকজন ব্যক্তি হরিণটি জবাই করার জন্য প্রস্তুতি নিলে প্রবাসী মাখন মিয়ার স্ত্রী চেগানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফজলুন্নাহার ডলি বাধা দেন এবং স্থানীয় সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজুকে খবর দেন।
সাংবাদিক রাজু বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করীমকে জানালে তিনি সাতছড়ি বিট অফিসার মাজহারুল ইসলামকে সেখানে পাঠান। পরে স্থানীয় গাজিপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলীর উপস্থিতিতে হরিণটি বন বিভাগের কাছে হস্তান্তর করাকরা হয়। বনবিভাগ কিছুটা আহত হরিণের চিকিৎসার উদ্যোগ নিয়েছে, সুস্থ হলে হরিণটিকে বনে অবমুক্ত করা হবে।
Development by: webnewsdesign.com