ভালো সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সমুদ্রের ধারে নতুন বিলাসবহুল বাসস্থান উঠছেন তিনি। যেখানে কোলে সন্তান আসার পরেই ওঠার কথা ছিল বরুণ ধাওয়ান ও তার স্ত্রী নাতাশা দলাল। সেখানে জায়গা করে নিচ্ছেন শ্রদ্ধা কাপুর। কিন্তু হঠাৎ কেন ঠিকানা বদল করছেন এ অভিনেত্রী?
সম্প্রতি মুক্তি পেয়েছে তার ছবি ‘স্ত্রী ২’। ছবি মুক্তির পর থেকে প্রশংসিত হচ্ছে শ্রদ্ধার অভিনয়। বক্স অফিসেও আলোড়ন ফেলেছে এ ছবিটি। তার ইনস্টাগ্রামে অনুসরণকারীর সংখ্যা দ্রুতই ছাড়িয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকেও। এসবের মধ্যেই শ্রদ্ধার জীবনে হয়েছে আরও এক নতুন সংযোজন। ঠিকানা বদলে ফেলছেন এ অভিনেত্রী।
ঠিকানা বদল হতে চলেছে শ্রদ্ধার। এবার তিনি অক্ষয় কুমারের প্রতিবেশী হতে যাচ্ছেন। মুম্বাইয়ের জুহুতে সমুদ্রমুখী বিলাসবহুল একটি বাড়ি হতে চলেছে শ্রদ্ধার নতুন ঠিকানা। এটি আসলে হৃতিক রোশনের বাড়ি। এ বাড়িটিই ভাড়া নিতে চলেছেন অভিনেত্রী। এই বহুতল ভবনেই পরিবার নিয়ে থাকেন অক্ষয় কুমার।
প্রথমে শোনা গেছিল, হৃতিকের এই বাড়িতে সস্ত্রীক থাকতে চলেছেন বরুণ ধাওয়ান। কোলে সন্তান আসার পরেই জানা গেছিল— নতুন বাসস্থানের খোঁজে রয়েছেন বরুণ ধাওয়ান ও তার স্ত্রী নাতাশা দলাল। কিন্তু শেষ পর্যন্ত সেই বিলাসবহুল বাড়িতে জায়গা করে নিচ্ছেন শ্রদ্ধা কাপুর। এই বহুতল ভবনে থাকেন সাজিদ নাদিয়াদওয়ালাসহ আরও কয়েকজন বলিউড তারকা।
উল্লেখ্য, ‘স্ত্রী ২’ মুক্তি পাওয়ার পর ইনস্টাগ্রামে অনুসরণকারীর সংখ্যা মুহূর্তে বেড়েছে শ্রদ্ধার। ইনস্টাগ্রামে অনুসরণকারীর সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে ছিলেন শ্রদ্ধা। প্রথম স্থানে ক্রিকেট তারকা বিরাট কোহলি, দ্বিতীয় স্থানে প্রিয়ংকা চোপড়া ছিলেন। বিরাট ও প্রিয়ংকার অনুসরণকারীর সংখ্যা যথাক্রমে ২৭১ মিলিয়ন ও ৯১.৮ মিলিয়ন। ‘স্ত্রী ২’মুক্তি পাওয়ার পর শ্রদ্ধার অনুসরণকারী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২.৫ মিলিয়নে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনেক আগেই ছাপিয়ে গিয়েছিলেন শ্রদ্ধা। এবার প্রিয়াংকাকেও ছাপিয়ে গেলেন তিনি। বর্তমানে শ্রদ্ধার ইনস্টাগ্রামে অনুসরণকারীর সংখ্যা ৯২.৫ মিলিয়ন।
Development by: webnewsdesign.com