হট ফেভারিট আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে,নবীগঞ্জে সমর্থকদের মাঝে আনন্দ উল্লাস

বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ | ৩:৪৩ অপরাহ্ণ

হট ফেভারিট আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে,নবীগঞ্জে সমর্থকদের মাঝে আনন্দ উল্লাস
apps

বিশ্বকাপ ফুটবল খেলার সেমিফাইনালে ক্রোয়েশিয়া এর সাথে উত্তেজনাপূর্ন ম্যাচে এ সময়ের সবচেয়ে বেশী জনপ্রিয় ও হট ফেভারিট দল আর্জেন্টিনা ১৩ ডিসেম্বর মঙ্গলবার রাত ১ টায় সেমি ফাইনাল পর্বের খেলায় তুমুল উত্তেজনা পূর্ন ছন্দময় আক্রমনাত্মক খেলাশেষে ট্রাইবেকারে ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হওয়ায় নবীগঞ্জে নবীগঞ্জে আমরা আর্জেন্টিনা সমর্থক ফোরামের সদস্যদের মাঝে ব্যাপক আনন্দ উৎসাহ বিরাজ করছে। এ ধরনের বিজয়ের আনন্দকে বম ফুটিয়ে আরো উপভোগ্য করে তোলেন সকল আর্জেন্টিনার সমর্থক ।

শহরের আশপাশ এলাকায়ও আমরা আর্জেন্টিনা সমর্থকদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস বিরাজ করছে। এ আনন্দ উপভোগ্য করে তোলতে নবীগঞ্জে আমরা আর্জেন্টিনা দলের সমর্থকরা আনন্দ উল্লাস ব্যক্ত করেন। হট ফেভারিট দলের এমন বিজয়ে আনন্দের অনুভূতি ব্যক্ত করেন আমরা আর্জেন্টিনা নবীগঞ্জ উপজেলা সমর্থক কমিটির সভাপতি সাইফুল জাহান চৌধুরী,সহ-সভাপতি ফখরুল আহসান চৌধুরী সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, যুগ্ম সম্পাদক মোঃ আশফাকউজ্জামান চৌধুরী,মোঃ শামীম আহমেদ সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়া ,মোঃ কাজল মিয়া,পবিত্র বনিক,বিজন দাশ, মোঃ আকিকুর রহমান সেলিম, মোঃ সেলিম তালুকদার, সলিল বরন দাশ,হাবিবুর রহমান চৌধুরী শামীম,তৌহিদ চৌধুরী, সজল কুমার দাশ,রাজীব কুমার রায়,কাঞ্চন বনিক, সজল দেব,কানু পাল, সজল খাঁন,মোঃ ফারুক হোসেন,অসিত রঞ্জন দাশ, সুদেব চক্রবর্ত্তী,গৌতম দাশ, জ্যোতিষ সরকার,সুমন তালুকদার, সান্টু দাশ,বিপুল দাশ, রিপ্টু তালুকদার, রুপক মনি দাশ,সজল সরকার, আবু তাহের, অশেষ দাশ,শাহ রুবেল আমিন,জীবন দাশ,অপু দাশ, হৃদয় ঘোষ,বাবলু দাশ,অনকুল দাশ,অঞ্জন রায়,অজিত সরকার,বিভাস রায়, সঞ্জয় চক্রবর্ত্তী,সঞ্জয় দাশ,সুজিত পাল,শংকু দেব, রতন লাল রায়,জ্যোর্তিম্ময় দাশ,সুরঞ্জন রায়,রামকৃষ্ণ সরকার,হেমেন্দ্র সরকার,শান্ত দাস, দুর্লভ দাশ,সুকমল দাস,রনি রায়,লিপ্টন রায়,ইউনুছ মিয়া,মামুন মিয়া,জাহিদুল ইসলাম প্রমূখ। সমর্থকরা বলেন, মেসির জাদুকরী নৈপুন্যে তৈরী করা বল নিয়ে অন্যান্য খেলোড়াররা ছন্দময় খেলা দেখিয়ে দলের সেরা পারফরম্যান্সে আর্জেন্টিনা দল তুমুল লড়াই করে ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে অভাবনীয় জয়লাভ করে ফাইনাল পর্বে উন্নীত হয়। উত্তেজনাপূর্ণ খেলায় বিশ্বকাপ খেলার জনপ্রিয় এ আসরে বর্তমান সেরা তারাকা লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল ফাইনালে চ্যাম্পিয়ান হয়ে বিশ্বকাপ খেলায় চমক দেখিয়ে জয়লাভ করবে এটাই সমর্থকদের বিশ্বাস।

Development by: webnewsdesign.com