হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে আজ থেকে টানা ১৪ দিন সাড়ে তিন ঘণ্টা করে বন্ধ থাকবে বলে জানা গেছে। মঙ্গলবার (১ অক্টোবর) থেকে ১৪ অক্টোবর পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রতিদিন রাতে বিমানবন্দরটির রানওয়ে সাড়ে তিন ঘণ্টা করে বন্ধ থাকবে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ১৪ দিন রাত ১টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন বন্ধ থাকবে। ওই সময়ে সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম স্থগিত থাকবে। ফলে ফ্লাইট সূচিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। সব এয়ারলাইনস ও সংস্থাকে জানাতে এরই মধ্যে এসব তথ্য জানানো হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে সব এয়ারলাইনস ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এছাড়া যাত্রীদের তাদের ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে এয়ারলাইনসগুলোকে নির্দেশনাও দেওয়া হয়েছে।
এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশপাশের তিন কিলোমিটার এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে যানবাহনে হর্ন বাজানো বন্ধ করার কর্মসূচির উদ্বোধন করা হয়।
Development by: webnewsdesign.com