হংকংয়ে করোনাভাইরাসে প্রথম মৃত্যু

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০ | ৬:৫৯ অপরাহ্ণ

হংকংয়ে করোনাভাইরাসে প্রথম মৃত্যু
apps

হংকংয়ে নভেল করোনাইভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভাইরাসটির তীব্র সংক্রমণে আক্রান্ত ৩৯ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়।

মৃত এই ব্যক্তি জানুয়ারিতে উহান শহরে ঘুরতে গিয়েছিলেন। চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানকেই নতুন ভাইরাসটির প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার উৎসস্থল হিসেবে বিবেচনা করা হয়। এই নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে চীনের বাইরে দুইজনের মৃত্যু হলো।

 

 

 

চীনের বাইরে প্রথম মৃত্যুর ঘটনাটি ঘটেছে রোববার ফিলিপিন্সে। ৪৪ বছর বয়সী চীনা ওই ব্যক্তি উহান থেকে হংকং হয়ে ফিলিপিন্সে যাওয়ার পর রোগে ভুগে সেখানেই মারা যান।

এ পর্যন্ত নভেল করোনাভাইরাসে ১৫ জনের আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছে হংকং, এদের মধ্যে একজনের সংক্রমণ স্থানীয়ভাবে ঘটেছে।

Development by: webnewsdesign.com