কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি দরিয়ানগর এলাকায় বুধবার দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগ ও ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন মোটরসাইকেল আরোহী।
নিহতদের একজন কফিল উদ্দিন রিফাত ও অপরজন আসিফ চৌধুরী। তারা ঈদুল আজহা উপলক্ষে সাগর তীরের মেরিন ড্রাইভ ভ্রমণ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। নিহত কফিল উদ্দিন রিফাত কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং একই কলেজের ছাত্র ও কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হচ্ছেন আসিফ চৌধুরী।
মোটরসাইকেলের চালকদ্বয় ঘটনাস্থলেই প্রাণ হারান। ছাত্রদল নেতা দুই বন্ধু নিয়ে যাচ্ছিলেন ইনানী সৈকতের দিকে। অপরদিকে ছাত্রলীগ নেতা আসিফ এক বন্ধু নিয়ে ইনানী থেকে আসার পথে এ ঘটনা ঘটে।
Development by: webnewsdesign.com