সদর হাসপাতালে চিকিৎসাধীন ডায়রিয়া রোগীদের মাঝে স্যালাইন বিতরণ করেছেন বরগুনা- ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু। শুক্রবার সকাল ১০টায় সাংসদের পক্ষে অ্যাডভোকেট সুনাম দেবনাথ সিভিল সার্জন ডা. মারিয়া হাসানের হাতে এক হাজার ১১০৭ ব্যাগ আইভি স্যালাইন তুলে দেন।
এসময় তিনি সুনাম দেবনাথ বলেন ‘বাংলাদেশসহ গোটা পৃথিবী এখন করোনা মহামারীর ক্রান্তিকাল পাড় করছে। এর মধ্যে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে আশঙ্কাজনকভাবে। ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাড়ানো মানুষ হিশেবে যেমন কর্তব্য তেমনি সহায়তার হাত বাড়ানো সামর্থবান মানুষের দ্বায়িত্ব। আমি ব্যক্তিগতভাবে ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে স্যালাইনগুলো দিয়েছি যাতে কিছুটা হলে তারা সংকট কাটিয়ে উঠতে পারেন’।
স্যালাইন বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ প্রমুখ।
সিভিল সার্জন ডা. মারিয়া হোসেন জানান, বরগুনায় ডায়রিয়া প্রকোপ কিছুটা কমে আসছে, গত ২৪ ঘন্টায় মোট ১৪৬ জন জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। তিনি বলেন, “সাংসদের দেয়া স্যালাইনে আমাদের সংকট কেটে যাবে, আশা করছি আমরা দ্রুত ডায়রিয়া সমস্যা থেকে উত্তরণ ঘটাতে সামর্থ হবো”
Development by: webnewsdesign.com