স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ আটক ৪

রবিবার, ১৮ অক্টোবর ২০২০ | ১০:২২ পূর্বাহ্ণ

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ আটক ৪
apps

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভকে কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতা ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে আটক করা হয়েছে।

আজ রোববার (১৮ অক্টোবর) তাদেরকে আটক করা হয়।

এর আগে, গতকাল শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মাসুদুর রহমান শুভকে উপজেলার মধ্যবাজার এলাকায় তার চেম্বারের সামনে দুর্বৃত্তরা এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ফেলে যায়। পরে পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুভ্র গৌরীপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করায় দলীয় প্রতিপক্ষের সহায়তায় বিএনপি নেতা রিয়াদের নেতৃত্বে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নেতাকর্মীসহ এলাকাবাসী ও স্বজনদের।

Development by: webnewsdesign.com