স্বাস্থ্যবিধি না মানায় শায়েস্তাগঞ্জে ১০ ব্যক্তিকে সাড়ে ২৪ হাজার টাকা জরিমানা

রবিবার, ১৮ এপ্রিল ২০২১ | ৩:২৯ অপরাহ্ণ

স্বাস্থ্যবিধি না মানায় শায়েস্তাগঞ্জে ১০ ব্যক্তিকে সাড়ে ২৪ হাজার টাকা জরিমানা
apps

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে করোনাভাইরাসে স্বাস্থ্যবিধি না মানায় ১০ ব্যক্তিকে সাড়ে ২৪ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৯’র ভ্রাম্যমান আদালত। ১৬ এপ্রিল তাদেরকে এ জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, ১৬ এপ্রিল রাত ৮ টা হতে রাত ৯ টা পর্যন্ত র‌্যাব-৯, সিপিসি-১, (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি এ,কে,এম কামরুজ্জামান এবং মোঃ মিনহাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, শায়েস্থাগঞ্জ, হবিগঞ্জ এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ থানাধীন শায়েস্থাগঞ্জ এলাকায় সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(২) ধারা অমান্য করায় ১০ জন ব্যক্তিকে সাড়ে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৮

Development by: webnewsdesign.com