স্বপ্নের বাহন প্রধানমন্ত্রীকে নিয়ে চলল মেট্রোরেল

বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ | ২:১০ অপরাহ্ণ

স্বপ্নের বাহন প্রধানমন্ত্রীকে নিয়ে চলল মেট্রোরেল
স্বপ্নের বাহন প্রধানমন্ত্রীকে নিয়ে চলল মেট্রোরেল
apps

‘স্বপ্নের বাহন’ মেট্রোরেল উদ্বোধনের পর সুধী সমাবেশ শেষে প্রথমবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে চলল মেট্রোরেল।এর মাধ্যমে রাজধানীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নপূরণের পাশাপাশি যোগাযোগব্যবস্থার নতুন অধ্যায় সূচিত হলো।

বুধবার দুপুর ১টা ৫৫ মিনিটে উত্তরা উত্তর সেক্টর থেকে ছেড়ে যায়। এর আগে দুপুর ১টা ৪৫ মিনিটে প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে মেট্রোরেলে ওঠেন প্রধানমন্ত্রী।এরআগে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবুজ পতাকা নাড়িয়ে বাংলাদেশের প্রথম মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত কোচের দরজায় ফিতা কেটে ট্রেনে ওঠেন প্রধানমন্ত্রী।

এদিকে মেট্রো ট্রেনের অভ্যন্তরে অন্যান্য কোচে আগে থেকেই আসন গ্রহণকারী ২০০ জন আমন্ত্রিত অতিথির সঙ্গে যাত্রাপথে কুশল বিনিময় করেন।

Development by: webnewsdesign.com