স্পেনের শক্তি এনরিকের কোচিংই

বুধবার, ২৩ নভেম্বর ২০২২ | ৫:৩৬ অপরাহ্ণ

স্পেনের শক্তি এনরিকের কোচিংই
apps

তারকা কোনো ফুটবলার না থাকলেও লুইস এনরিকের কোচিংয়ে দারুণ ফুটবল খেলছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। তরুণ ফুটবলারদের নিয়ে খেলতে আসা সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। লা রোজাদের প্রতিপক্ষ সেন্ট্রাল আমেরিকার দল কোস্টারিকা। গত বিশ্বকাপে গ্রুপ পর্বের ব্যারিয়ার টপকাতে পারেনি সেন্ট্রাল আমেরিকার দলটি।

স্পেনের ফুটবল দলের ইতিহাস ও ঐতিহ্য অনেক সমৃদ্ধ। ২০১০ সালের চ্যাম্পিয়ন এবং ২০০৮ ও ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়ন। গত বিশ্বকাপে কোস্টারিকা প্রথম রাউন্ড খেলে বিদায় নিয়েছিল। স্পেন কোয়ার্টার ফাইনালে স্বাগতিক রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় আসর থেকে।

বাংলাদেশ সময় রাত ১০টায় ‘ই’ গ্রুপে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন খেলতে নামবে কোস্টারিকার বিপক্ষে। দুই দলই নামবে প্রস্তুতি ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে। কাতারে পা রাখার আগে স্পেন প্রস্তুতি ম্যাচে জর্দানকে হারায় ৩-১ গোলে। কোস্টারিকা ২-০ গোলে হারায় নাইজেরিয়াকে।

Development by: webnewsdesign.com