স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত

বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ | ৮:৩৫ অপরাহ্ণ

স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত
স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত
apps

নারায়ণগঞ্জ নগরীর বাবুরাইল এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রানা। এ ঘটনায় স্ত্রী রোজি পালাতক রয়েছে।

বৃহস্পতিবার ভোরে বাবুরাইলের পাকিস্তান হাউস হিসাবে পরিচিত জুলহাস মিয়ার বাড়ির তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। নিহতের একটি ছেলে সন্তান রয়েছে বলে জানা গেছে।

নিহতের বাবা আহম্মদ আলী জানান, স্ত্রী ও তার সাথে থাকা লোকজনের হামলার শিকার হয়ে গভীর রাতে মোহাম্মদ রানা চিৎকার করলে তাকে আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ষোষণা করে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Development by: webnewsdesign.com