এক জোড়া স্যান্ডেলের দাম দেওয়া ছিল ১ হাজার ২৯৯ টাকা। ট্যাগে লাগানো স্টিকারে সেই মূল্য প্রদর্শন করছিল বাটা। কিন্তু স্টিকার তুলতেই বেরিয়ে এল থলের বিড়াল। আরেকটি স্টিকারে আগের দাম লেখা ছিল ৯৯৯। ক্রেতাদের বোকা বানিয়ে ৩০০ টাকা বাড়তি নিচ্ছিল বাটা।
আরেক জোড়া স্যান্ডেলে ৭৯৯ টাকার স্টিকারের ওপরে ৯৯৯ টাকার স্টিকার বসিয়ে বাড়তি ২০০ টাকা আদায় করছিল প্রতিষ্ঠানটি। কিন্তু শেষ রক্ষা হয়নিন। গুনতে হলো জরিমানা। মূল্য কারসাজির অভিযোগ রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকার বাটা বিক্রয় কেন্দ্রকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রাজশাহী নগরীতে স্যান্ডেলের মূল্য নিয়ে কারসাজির অভিযোগে রোববার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পাদুকা কোম্পানী ‘বাটা’ র নিউমার্কেট আউটলেট কে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী। বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ।
তিনি জানান, গত ২২ এপ্রিল নিয়মিত অভিযানে নগরীর নিউমার্কেট এলাকার পাদুকা প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র ‘বাটা’ আউটলেটে গিয়ে পন্যের গায়ে লেখা মূল্যের অসামঞ্জস্যতা দেখা যায়। এসময় মূল্য সংবলিত একটি স্টিকারের ওপর বাড়তি মূল্যের আরও একটি স্টিকার পন্যের গায়ে পাওয়া যায়। যেটিকে বলা হচ্ছে ঈদ মৌসুমে পন্যের মূল্য নিয়ে কারসাজি।
নির্ধারিত মূল্যে চেয়ে অধিক দামে বিক্রির চেষ্টা করায় সেদিন আউটলেট কর্তৃপক্ষকে ২৪ এপ্রিল ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর বিভাগীয় কার্যালয়ে তলব করা হয়। আজ সকালে কর্তৃপক্ষ হাজির হয়ে এ বিষয়ে যথাযত জবাব দেয়। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
ছাড়ও একই দিন নগরীর তেরোখাদিয়া বাজারের বিসমিল্লাহ রেশন স্টোরের নামে ভেজাল পন্য বিক্রির অভিযোগেরও নিষ্পত্তি করা হয়েছে। ভেজাল পন্য বিক্রির দায়ে দোকান কর্তৃপক্ষকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, ক্রেতা সাধারনের সহায়তায় তাদের এই অভিযান অব্যহত থাকবে।
Development by: webnewsdesign.com