স্টিকারবিহীন মোটরসাইকেলের চাবি-কাগজপত্র জব্দ

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০ | ৬:০৭ অপরাহ্ণ

স্টিকারবিহীন মোটরসাইকেলের চাবি-কাগজপত্র জব্দ
apps

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন আগামীকাল শনিবার। এ কারণে বৃহস্পতিবার মধ্যরাত থেকে নির্বাচন কমিশন থেকে সরবরাহ করা স্টিকারবিহীন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

নিষেধাজ্ঞার কারণে আজ শনিবার সকাল থেকে রাজধানীতে চলতে দেওয়া হচ্ছে না স্টিকারবিহীন মোটরসাইকেল। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশ মোটরসাইকেলের স্টিকার পরীক্ষা করছে।

 

 

 

রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেকপোস্ট বসিয়েছেন। কোনো মোটরসাইকেলে স্টিকার না থাকলে চাবি-কাগজপত্র সব নিয়ে নিচ্ছেন তারা।

আটকরা অবশ্য বলছেন, আজ মোটরসাইকেল চালানো যাবে না এ তথ্যটি তারা জানতেন না।

ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা এ বিষয়ে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিয়েছেন, স্টিকারবিহীন মোটরসাইকেল পাওয়া গেলে নির্বাচনের পর যেন তা ছাড়া হয়। এ কারণে স্টিকারবিহীন সব মোটরসাইকেল আটক করা হচ্ছে।

Development by: webnewsdesign.com