সৌদি জোটের ভুল বিমান হামলায় ইয়েমেনে নিহত ৯

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০ | ১২:৩৪ অপরাহ্ণ

সৌদি জোটের ভুল বিমান হামলায় ইয়েমেনে নিহত ৯
apps

মধ্যপ্রাচ্যের সংঘর্ষ কবলিত রাষ্ট্র ইয়েমেনের মারিব প্রদেশে জাতিসংঘ স্বীকৃত সরকারের সামরিক ঘাঁটিতে ভুলবশত বিমান হামলা চালিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট। এতে সরকারি বাহিনীর অন্তত ৯ সেনার প্রাণহানিসহ গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন।

সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে ভুল করে সাবেক প্রেসিডেন্ট মনসুর হাদির অনুগত সেনাদের স্থাপনায় হামলা চালায় সৌদি জোট। মূলত এতেই এ হতাহতের ঘটনা ঘটে।
বিশ্লেষকদের মতে, প্রায় পাঁচ বছর আগে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে অপসারণের মাধ্যমে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। যার প্রেক্ষিতে সৌদি আরবে নির্বাসনে যেতে বাধ্য হন মনসুর হাদি। মূলত এর পরপরই প্রেসিডেন্টের অনুগত সেনাদের একাংশ হুথিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।

 

 

 

২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। এরপর থেকে চলমান সংঘর্ষে নারী ও শিশুসহ ৮ হাজারের অধিক লোকের প্রাণহানি ঘটে। এমনকি গোটা ইয়েমেন বড় ধরনের দুর্ভিক্ষ দেখা দেয়।

 

 

পরিচয় গোপন রাখার শর্তে একজন সরকারি কর্মকর্তা জানান, মারিব প্রদেশের উত্তরাঞ্চলীয় জাফরা এলাকায় সরকারি বাহিনীর সামরিক ঘাঁটিতে ভুল করে বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। এতে সেনাবাহিনীর বেশকিছু সদস্য হতাহত হন।
উল্লেখ্য, জাতিসংঘ স্বীকৃত হাদি বাহিনীকে হটিয়ে সম্প্রতি দেশটির বিভিন্ন অঞ্চলের দখল নেয় হুথি বিদ্রোহীরা। একটি অসমর্থিত সূত্র জানিয়েছে, বিদ্রোহীরা এরই মধ্যে জাফরা এলাকাতে প্রবেশ করেছে।

Development by: webnewsdesign.com