সৌজন্য সাক্ষাতে সিলেট নগর ভবনে পাকিস্তানের হাই কমিশনার

শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | ৩:৪৩ অপরাহ্ণ

সৌজন্য সাক্ষাতে সিলেট নগর ভবনে পাকিস্তানের হাই কমিশনার
apps

এক সৌজন্য সাক্ষাতে নগর ভবনে এসেছেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। শনিবার (১৭ অক্টোবর) সকাল দশটায় ইমরান আহমেদ নগর ভবনে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিলেট সিটি করপোরেশন (সিসিকের) ঊর্ধ্বতন কর্মকর্তারা।সৌজন্য সাক্ষাতের সময় সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে অতিথির হাতে উপহার সামগ্রী তুলে দেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারে যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী। এ সময় সিসিকের কর্মকর্তাদের হাতে উপহার তুলে দেন ঢাকাস্থ পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। এ সময় উভয় পক্ষের মধ্যে সৌহার্দপূর্ণ আলোচনা হয়।

এদিকে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় উপস্থিত থাকতে পারেননি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থতার খোজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ পাকিস্তানী হাই কমিশনের কর্মকর্তা মো. কায়সার, সিসিকের সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, সিসিক মেয়রের সহকারী একান্ত সচিব সোহেল আহমদ।

Development by: webnewsdesign.com